
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ১৯ এপ্রিল শুরু হয়েছে দেশের লোকসভা নির্বাচন। ৭ দফার ভোটে, প্রতি দফাতেই বাংলার জেলায় জেলায় নির্বাচন। প্রথম দফায় ভোট হচ্ছে বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। স্বাভাবিক ভাবেই শুরু থেকেই নজর ছিল শীতলকুচি সহ সামগ্রিক কোচবিহারের দিকে। বেলা গড়াতে দেখা গেল বিক্ষিপ্ত অশান্তির ছবি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১১টার মধ্যেই প্রায় ৪০০ অভিযোগ জমা পড়েছে। অন্যদিকে ভোট দানের হারও তিন জেলায় দুপুর পর্যন্ত ভাল। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা ১টা পর্যন্ত, কোচবিহারে ভোট পড়েছে ৫০.৬৯শতাংশ, আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৫১.৫৮শতাংশ এবং জলপাইগুড়িতে ভোট পড়েছে ৫০.৬৫ শতাংশ।